তালাক দেওয়ায় স্ত্রীসহ নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫১ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩০
নরসিংদী: নরসিংদীর রায়পুরায় তালাক দেওয়ার জের ধরে স্ত্রীসহ নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দেন এক ব্যক্তি। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা উপজেলার মরজাল ব্রাহ্মণের টেক এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন-লতা আক্তার (২৭) ও তার প্রাক্তন স্বামী খলিলুর রহমান (৩২)।
পরিবার ও স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য রেহানা বেগম জানান, গুরুত্বর অগ্নিদগ্ধ লতা আক্তার নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল এলাকার মফিজুর রহমানের মেয়ে এবং পেশায় একজন চিকিৎসক। লতা কয়েক বছর আগে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বর্তমানে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের দায়িয়ত্ব পালন করছেন। দুই বছর আগে নিজের পছন্দে গাজীপুরের কাপাশিয়া উপজেলার বেলাশী এলাকার আতর আলীর পুত্র খলিলুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
বিয়ের বেশ কিছুদিন পর লতা জানতে পারেন খলিলুর রহমান পেশায় একজন ড্রাইভার। বিষয়টি লতা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। মিথ্যে পরিচয়ে প্রতারণা করে বিয়ে করার অভিযোগে গত দুই মাস আগে তার স্বামীকে ডিভোর্স দেন লতা। এ ঘটনায় স্বামী খলিলুর রহমান ক্ষিপ্ত হয়ে গতকাল দুপুরের দিকে লতার বাড়িতে এসে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এসময় দুজনেই মারাত্মভাবে অগ্নিদগ্ধ হন।
পরে এলাকাবাসী লতাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। অন্যদিকে খলিলুর রহমানকে কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে তা জানা যায়নি।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ দুজনেই চিকিৎসাধীন। এই ঘটনায় এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।
সারাবাংলা/এনইউ