Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৭ বছর আগে খুন, যাবজ্জীবন দণ্ডিত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে ২৭ বছর আগে সংঘটিত খুনের মামলায় যাবজ্জীবন দণ্ডিত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সিইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পর্যুত রক্ষিত রাউজান থানার নোয়াপাড়া এলাকার শান্তি রক্ষিতের ছেলে।

র‍্যাব জানায়, ১৯৯৭ সালের অক্টোবর মাসে আসামি পর্যুত রক্ষিতসহ পাঁচ বন্ধু মিলে জাহাঙ্গীর নামে ১৮ বছর বয়সী এক তরুণকে কাঠ দিয়ে মারধর করে। এতে ঘটনাস্থলেই ওই তরুণ মারা যায়। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। ২০০৭ সালে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার সারাবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিইপিজেড এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি পর্যুত রক্ষিতকে ২৭ বছর পর গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/আইসি/ইআ

আসামি গ্রেফতার যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর