পাকিস্তানে প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৯ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০৭
পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর নেতা মরিয়ম নেওয়াজ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে ভোটাভুটিতে জয় পান তিনি।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মালিক আহমদ খান। ভোটাভুটি শেষে তিনি বলেন, মরিয়ম নওয়াজ ২২০ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী রানা আফতাব আহমাদ কোনো ভোট পাননি। ভোটাভুটির আগে অবশ্য এসআইসি অধিবেশন থেকে ওয়াকআউট করে।
ভোটে জয়ের পর স্পিকার মরিয়ম নওয়াজকে পরিষদ নেতার আসনে বসার আহ্বান জানান। পরে মরিয়ম নওয়াজ পরিষদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে তার ভাষণ শুরু করেন।
তার ভাষণে মরিয়ম নওয়াজ বলেন, এটি প্রতিটি মা, বোন ও কন্যার সম্মান যে একজন নারী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। আমি প্রার্থনা করি যে, প্রক্রিয়াটি অব্যাহত থাকবে এবং আরও বেশি নারী নেতা হয়ে উঠে আসবেন।
মরিয়ম নওয়াজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে। গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ হয়। এতে পাঞ্জাবে সবচেয়ে বেশি ১৩৮ আসনে জয় পায় পিএমএল-এন।
পাকিস্তানে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম মরিয়ম নওয়াজ হলেও দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো।
সারাবাংলা/আইই