বান্দরবানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫২
বান্দরবান: বান্দরবানের রুমায় ট্রাকের ধাক্কায় মো. সালেহ (৪৫) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আজাদ( ৩৯) নামে বাইক আরোহী আহত হয়েছেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার দুই নম্বর রুমা সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ড মুনলাই পাড়ার রুমা-বগালেক সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মো. সালেহ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া এলাকার মিয়া হোসেনের ছেলে। আহত আজাদও একই এলাকার মৃত হাজী আবদুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টায় রুমা-বগালেক সড়কের মুনলাই পাড়া এলাকায় বগালেকগামী টিএস ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক ও আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আহতদের রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালককে মৃত ঘোষণা করেন।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আহত আরোহী চিকিৎসাধীন রয়েছে।
সারাবাংলা/ইআ