Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্ব বিরোধের জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৩৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৫৯

পাবনা: পূর্ব বিরোধের জেরে পাবনা শহরে আবুল কাশেম (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিবেশীরা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা শহরের শালগাড়িয়ার তালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম তালবাগান এলাকার আবুল হোসেনের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, স‘ম্প্রতি ওই এলাকায় একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আবুল কাসেমের সঙ্গে একই এলাকার সামির হোসেনসহ কিছু যুবকের সঙ্গে বিরোধ চলছিল। আজ আবুল কাশেম তার বাড়ি থেকে সামির হোসেনের বাড়ির দিকে গেলে সামিরের বাবা লাড্ডু সুলতান সেটা দেখতে পান। পরে সে বাড়ি থেকে ছুরি এনে আবুল কাশেমকে আঘাত করতে থাকে। এসময় সামির ও তার বাবার নেতৃত্বে ৭-৮ জন যুবক সেখানে উপস্থিত হয়ে তারাও এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে শুরু করেন। একপর্যায়ে আবুল কাশেমের নিথর দেহ মাটিতে পড়ে গেলে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এমও

ছুরিকাঘাত পূর্ব বিরোধ যুবক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর