Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রকে যৌন নিপীড়ন, মাদরাসা শিক্ষক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০০

গ্রেফতার মো. আব্দুর রশিদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার হাসিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় ওই মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. আব্দুর রশিদ (২৭) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের বাসিন্দা। তিনি পদ্মাভেবা আর রাহমাহ ইসলামিক একাডেমির শিক্ষক।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম সারাবাংলাকে জানান, গত ২১ ফেব্রুয়ারি রাতে বিছানায় মশারি টাঙানোর জন্য শিশুবয়সী ওই ছাত্রকে নিজের কক্ষে ডেকে নেন আব্দুর রশিদ। মশারি টাঙানোর পর কিছুক্ষণ নিজের পা টিপতে ছাত্রকে বাধ্য করেন। পরে তাকে যৌন নিপীড়ন শুরু করেন। একপর্যায়ে তাকে বলাৎকারের চেষ্টা করেন।

শনিবার শিশুটি নিজের বাড়িতে ফিরে মাকে এ ঘটনা খুলে বলে। রাতে তার বাবা বিষয়টি জানার পর মাদরাসা পরিচালকের কাছে গিয়ে অভিযোগ করেন। রাতেই তিনি থানায় গিয়ে অভিযোগ করার পর পুলিশ মাদরাসায় অভিযান চালিয়ে শিক্ষক আব্দুর রশিদকে গ্রেফতার করে।

ছাত্রের বাবার দায়ের করা মামলায় রোববার দুপুরে মাদরাসা শিক্ষক আব্দুর রশিদকে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আরডি/টিআর

মাদরাসা শিক্ষক গ্রেফতার যৌন নিপীড়ন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর