Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শবে বরাতের প্রস্তুতি | ছবি


২৫ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৭

রমজান শুরুর দুই সপ্তাহ আগে ১৪ শাবানের রাত। লাইলাতুল বরাত তথা শবে বরাত হিসেবেই পরিচিত এবং উদ্‌যাপিত হয়ে আসছে। এই রাতে সবাই মশগুল থাকেন ইবাদতে। রাতভর মসজিদে মসজিদে চলে ইবাদত। এই রাতের প্রস্তুতি হিসেবেই টুপি, আতর, তসবিহ ও জায়নামাজের দোকানে ভিড় বেড়ে যায়। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর টুপি-আতরের মার্কেটে সেই ভিড় আরও বেড়েছে।

এদিকে শবে বরাত উপলক্ষে পুরান ঢাকায় নানা নকশা ও আকারের পাউরুটিরও চাহিদা বেড়ে যায়। নকশি রুটি বা ফ্যান্সি রুটি নামে পরিচিত এসব পাউরুটির দোকানেও আজ বেচাকেনা ছিল জমজমাট। পাশাপাশি ভালো বেচাকেনা ছিল হালুয়ার দোকানেও। বংশাল সাত রওজা ও চকবাজার থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

বিজ্ঞাপন

শবে বরাত শবে বরাতের প্রস্তুতি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর