তিস্তা চুক্তির বিষয়ে আলোচনা অনেক এগিয়ে: বস্ত্র ও পাটমন্ত্রী
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৫ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৭
ঢাকা: ভারতের সঙ্গে বহু প্রতিক্ষীত তিস্তা চুক্তির সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে আলোচনা অনেক এগিয়ে রয়েছে, সামনে ভারতের নির্বাচন এরপরেই বিষয়টি নিয়ে কথা বলা হবে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে জাতীয় বস্ত্র দিবস উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, তিস্তা চুক্তির আগে অনেকক বড় সমস্যা দুই দেশের সম্পর্কের কারণে সমাধান হয়েছে। ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্তের অক্ষরে লেখা। ভারত এখন নির্বাচনমূখী। এই মুহুর্তে এ নিয়ে স্বপ্ন দেখা সমীচীন হবে না। নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরাও আমাদের নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম তেমনি ভারতও এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। আমি বলতে চাই, আমি বিশ্বাস করি তিস্তার সমাধান হবে। এ নিয়ে আলোচনা এগিয়ে রয়েছে। আশা করি এটারও সমাধান হবে।
সারাবাংলা/জেআর/ইআ