খুলনায় কার্বন ফ্যাক্টরিতে আগুন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩১
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩১
খুলনা: খুলনার রূপসা উপজেলার ‘মীনকো’ নামে একটি কার্বন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ৪নং টিএসবি ইউনিয়নের তিলক গ্রামে অবস্থিত ওই ফ্যাক্টরিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা সকালে কার্বন ফ্যাক্টরিতে আগুন জ্বলতে দেখে। তারা ফায়ার সার্ভিসের সদস্যদের সংবাদ দিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে ফ্যাক্টরির ৮ বিঘা জমিতে থাকা পাটখড়ি ও বস্তায় মজুদ অজানা ক্যামিকেল পুড়ে গেছে।
খুলনার টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, ‘মীনকো কার্বন তৈরির ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ৫টি ইউনিটের ১০টি পানির লাইনে কাজ করা হয়েছে। তবে এখনও আগুন নির্বাপণের কাজ চলছে।’
সারাবাংলা/এমও