Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রিপল মার্ডারের ঘটনায় যুবকের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৪ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৭

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে আলোচিত সেই সৎ খালা এবং দুই সন্তানকে হত্যার ঘটনায় আইয়ুব আলী সাগর নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এই রায় দেন।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি আইয়ুব আলী সাগর এই মামলায় জেল হাজতে আছেন। আজ রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়েছিল। এরপর তাকে আবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও রায়ের সংক্ষিপ্ত নির্দেশ সূত্রে জানা যায় , ভিকটিম রওশনারা খাতুন (৩০) তার দুই ছেলে জিহাদ হোসেন (১০) ও মাহিনকে (৩) নিয়ে বেলকুচি থানাধীন মরুপুর গ্রামে নিজ বাড়িতে বসবাস করতেন। তার স্বামী সুলতান আলী তার খোঁজ খবর নিতেন না। রওশনারা তাঁত ফ্যাক্টরিতে সুতারকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার সৎ ভাগিনা আসামি আইয়ুব আলী ঋণগ্রস্ত থাকায় ঘটনার দুইদিন আগে রওশনারার বাড়িতে এসে রওশনারার ট্রাংক ও জিনিসপত্র দেখে তার ধারণা করেন ট্রাংকের মধ্যে অনেক টাকা আছে।

সাগর সেই টাকা নেওয়ার পরিকল্পনা করে ২০২২ সালের সেপ্টেম্বরের ২৮ তারিখ রাতে রওশনারার বাড়িতে বেড়াতে আসে এবং রাতে খাওয়া দাওয়া করে রওশনারার ঘরে শুয়ে পড়ে। এরপর পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে উঠে ট্রাংকের তালা খুলে ট্রাংক থেকে টাকা বের করার চেষ্টা করলে রওশনারার ঘুম ভেঙ্গে যায়। তখন আইয়ুব আলী মসলা বাটার পাথরের শিল দিয়ে রওশনারার মাথায় আঘাত করলে রওশনারা অজ্ঞান হয়ে পড়লে সাগর তাকে গলা টিপে হত্যা করে। এ সময় রওশনারার ৩ বছরের ছেলে মাহিন জেগে উঠে কান্নাকাটি শুরু করলে আসামি তাকেও গলা টিপে হত্যা করে। এরপর রওশনারার আরেক ছেলে জিহাদের ঘুম ভেঙ্গে গেলে আসামি তাকেও গলা টিপে হত্যা করে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে চলে যান।

বিজ্ঞাপন

ওই ঘটনার পর নিহত রওশনারার ভাই মো. নুরুজ্জামাল বাদি হয়ে অক্টোবরের ১ তারিখ বেলকুচি থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামি আইয়ুব আলী সাগর গ্রেফতারের পর বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ আজ আসামির উপস্থিতিতে মৃত্যুদণ্ড ঘোষণা করেন।

সারাবাংলা/ইআ

টপ নিউজ ট্রিপল মার্ডার মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর