Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএমএসডি’তে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, সামনে এলো নানা অনিয়ম

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৯ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৭

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে সরকারি সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত না করেই দুপুর ২টার দিকে হঠাৎ উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী।

প্রায় ৩৫ মিনিট অবস্থানকালে পুরো স্টোরেজ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় সেখানে শত শত কার্টন ভর্তি নানারকম জরুরি স্বাস্থ্যসেবা সামগ্রী অকেজো অবস্থায় পড়ে থাকতে দেখেন। খোঁজ পান নানা অনিয়মের।

বিজ্ঞাপন

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমকে সঙ্গে নিয়ে সিএমএসডি’তে যান স্বাস্থ্যমন্ত্রী।

প্রতিষ্ঠানটিতে পরিদর্শনকালে আরও নানারকম জরুরি স্বাস্থ্যসেবার পণ্য সেখানে অনেকদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। অনেক জরুরি পণ্য অব্যবহৃত অবস্থায় সেখানে মেয়াদ শেষ হয়ে গেল কীভাবে তা উপস্থিত সিএমএসডিতে কর্মরত ঊর্দ্ধতন কর্মকর্তাদের জিজ্ঞেস করেন।

স্বাস্থ্যমন্ত্রীর অধিকাংশ প্রশ্নেরই উত্তর করতে পারেননি উপস্থিত সিএমএসডি কর্মকর্তারা।

এসব অনিয়ম দেখে এই স্টোরেজের সব মালামালের তালিকাসহ, কোন মালামাল কত তারিখে ডেলিভারি হয়েছে এবং আগামীতে কোন পণ্য কবে ডেলিভারি করা হবে সেগুলোসহ, কেন এত বিরাট সংখ্যক মালামাল নষ্ট হয়ে পড়ে আছে; তার কারণ জানিয়ে আগামী ৭ দিনের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

স্বাস্থ্যমন্ত্রী সেখানে উপস্থিত স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমকে এই রিপোর্ট নির্দিষ্ট সময়ে সংগ্রহ করে রিপোর্ট অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নিতে একটি জরুরি মিটিংয়ে বসার কথা জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ নানা অনিয়ম সরকারি সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো সিএমএসডি স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর