‘পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করা হবে’
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫০ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২৮
ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী লে. কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেছেন, পিলখানার ঘটনার পেছনে যারা আছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানার শহীদদের কবরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মুহাম্মদ ফারুক খান বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় আমাদের সশস্ত্র বাহিনীর চৌকস অফিসারদের নির্মমভাবে হত্যা সশস্ত্র বাহিনীসহ পুরো দেশবাসীর জন্য একটি দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। এই ঘটনা বিচারের আওতাধীন রয়েছে। বিচারকার্যের যে নিয়ম সেটা আমাদের অনুসরণ করতে হবে। আমরা যতদূর জেনেছি, এই বিচারকার্য এগিয়ে চলেছে, অনেকটা শেষ পর্যায়ে রয়েছে। নিহতের পরিবার এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যেই এই বিচার কার্যক্রম শেষ হবে।
তিনি আরও বলেন, আমরা আশা করি যারা এই নির্মম ঘটনার সঙ্গে জড়িত, যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আর এ ধরনের ঘটনা যেন বাংলাদেশে আর কখনও ঘটতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সদস্য শাহাবউদ্দিন ফরাজীসহ অন্যান্যরা দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনে উপস্থত ছিলেন।
সারাবাংলা/এনআর/ইআ
টপ নিউজ পিলখানা হত্যাকাণ্ড লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান