খতনার সময় শিশু মৃত্যু: জিরো টলারেন্স দেখাতে বলেছেন প্রধানমন্ত্রী
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২২
ঢাকা: অ্যানেসথেসিয়া দিয়ে খতনা করাতে গিয়ে সম্প্রতি দুই শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনকে জিরো টলারেন্স দেখাতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাপতক্ষে স্বাস্থ্য খাতের সাম্প্রতিক বিষয় নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
সামন্ত লাল সেন বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন এ ব্যাপারে (খতনা করতে গিয়ে শিশুর মৃত্যু) তুমি জিরো টলারেন্স। কোনো রকম অনিয়ম ও গাফিলতির কারণে যদি কোনো বাচ্চা মারা যায়, তুমি তোমার মতো ব্যবস্থা নেবা— এ রকম কড়া নির্দেশ উনি আমাকে দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আপনারা জানেন কয়েকটি ঘটনা ঘটেছে, সেটার পর্যালোচনা করে সবাই আলাপ-আলোচনা করলাম, কিভাবে আমরা সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনা যায়। ইতোমধ্যেই আপনারা জানেন স্বাস্থ্য অধিদফতর থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। কিভাবে ক্লিনিক পরিচালনা করবে কি কি ক্রাইটেরিয়া থাকা লাগবে। এটি (স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা) গত বৃহস্পতিবার দিয়েছিলাম, আজ রোববার। আমরা তিন চার দিন সময় দিয়েছিলাম দেখি কি করে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এটি আমি নিজে মনিটরিং করব।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসক ভাই-বোনদের বলতে চাই, অপারেশন করার আগে আমাদের দেখতে হবে সেখানে সাপোর্টিং জিনিস আছে কি না। সেটা অপারেশন করার জায়গা নাকি জায়গা না। আমি ব্যক্তিগতভাবে অনেক অপারেশন করেছি। সুতরাং আমি জানি কোথায় কি কি লাগে, কি কি ক্রাইটেরিয়া লাগে অপারেশন করার জন্য। সেগুলো না থাকলে কোনো অবস্থাতেই এটা করা যাবে না। যদি কেউ একটা ভঙ্গ করে আমাদের যতরকম আইন আছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) হচ্ছে আমাদের সর্বোচ্চ আদালত। ইতোমধ্যে আমি বিএমডিসির সঙ্গে কথা বলেছি। এই তিনটি (অ্যানেসথেসিয়া দিয়ে খতনা ও এন্ডোসকপি করাতে গিয়ে মারা যাওয়ার ঘটনা) বিষয়ে তদন্ত করতে এবং যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আমার কথা চিকিৎসকদের সুরক্ষা দেবে, রোগীদেরও সুরক্ষা দেব।’
স্বাস্থ্য অধিদফতরে দেওয়া ১০ দফা নির্দেশনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আশা করি আগামী দুই-একদিনের মধ্যে নিজে এটা মনিটরিং করব। আগেও বলেছি, এখনো বলছি— আমি এ ব্যাপারে জিরো টলারেন্স। কোনো ছাড় দেব না। যার যেখানে যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী কাজ করবে, এর বাহিরে কাজ করতে পারবে না— এটা পরিষ্কার কথা।’
অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়ে সামন্ত লাল সেন বলেন, ‘অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চলমান। অতীতে কি হয়েছে সেটা তো বলছি। এটা আমি চলমান রাখবো।’
তিনি বলেন, ‘সেদিন ময়মনসিংহ গিয়েছিলাম, আসার সময় ডানে-বাম কত ক্লিনিক। এটা তো আমার একার পক্ষে সম্ভব না, এটার জন্য সবার আপনাদের ভূমিকা লাগবে, স্থানীয় সংসদ সদস্যদের ভূমিকা লাগবে। সামগ্রিকভাবে যদি এটার বিরুদ্ধে অভিযান চালানো যায় এটা সম্ভব।’
সারাবাংলা/জেআর/এনএস
খতনা খতনার সময় শিশু মৃত্যু টপ নিউজ শিশু মৃত্যু স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন