মুন্সীগঞ্জে ‘ঋণের চাপে’ ২ শিশুসহ মায়ের আত্মহত্যা
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২৬ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩২
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুই শিশু সন্তানসহ এক নারী আত্মহত্যা করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি ঋণের চাপে আত্মহত্যা করেছেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের উওর ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বসতঘর থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
মৃতরা হলেন- সায়মা বেগম (৩৩) ও তার মেয়ে ১১ বছরের ছাইমুনা এবং সাত বছরের ছেলে তাওহীদ। মৃত সায়মা বেগমের স্বামী আলী মিয়া সৌদি আরব প্রবাসী।
পুলিশের ধারণা, প্রথমে দুই সন্তানকে বিষপানে মৃত্যু নিশ্চিত করার পর মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
তিনি জানান, ঋণের চাপে দুই শিশুসহ মা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
সারাবাংলা/ইআ