Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাইট শেয়ার ইস্যু করবে জেমিনি সি ফুড

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩৫

ঢাকা: পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুড পিএলসির পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের তথ্যমতে, কোম্পানিটি ২ অনুপাত ১, অর্থাৎ বিদ্যমান ১টি শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ইস্যু করবে। এ জন্য কোম্পানিটি ৫০ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করেছে ৬০ টাকা।

জেমিনি সি ফুড রাইটের মাধ্যমে উত্তেলিত অর্থ দিয়ে ঋণ পরিশোধ, ব্যবসা সম্প্রসারণ এবং ইস্যু ম্যানেজারের ফি পরিশোধ করবে।

কোম্পানিটি রাইট শেয়ারে সম্মতির জন্য আগামী ১৮ মার্চ ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে।

সারাবাংলা/জিএস‌/এনএ

জেমিনি সি ফুড পুঁজিবাজার

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর