Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:০৫

খুলনা: খুলনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর ফেরিঘাট মোড় এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে- জিয়েল বুক হাউস, আল আমিন স্টিল স্টোর, বলাকা বুক হাউস ও নুসা ফার্নিচার। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ডাক বাংলো এলাকার সোনালী ব্যাংকের সামনে নুসা ফার্নিচারের দোকানে আকস্মিকভাবে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। রাত ১২টার দিকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় নগরীর টুটপাড়া, বয়রা, খালিশপুর, দৌলতপুরসহ দমকল বাহিনীর ১১টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস খুলনা সদর স্টেশনের কন্ট্রোলরুমে দায়িত্বরত শাহিদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

সারাবাংলা/ইআ

অগ্নিকাণ্ড খুলনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর