Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলকে ‘সার্কাস’ মনে করেন হাথুরুসিংহে!

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪২ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৬

বিপিএল নিয়ে মোটেও খুশি নন হাথুরু

বিপিএলের মান নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। গত দশ বছরে বাংলাদেশের ক্রিকেটে বিপিএল ঠিক কতোটা উপকার বয়ে এনেছে, সে নিয়েও তর্ক বিতর্ক কম হয়নি। এবার বিপিএল চলার মাঝেই এই টুর্নামেন্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন খোদ বাংলাদেশ জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরু বলেছেন, বিপিএল তার কাছে রীতিমত একটা সার্কাস!

বিপিএল দেখার সময় মাঝে মাঝে টিভি বন্ধও করে দেন হাথুরু, ‘আমাদের ভালো মানের একটা টি-২০ টুর্নামেন্ট নেই। এটা শুনতে খুবই অদ্ভুত লাগে। বিপিএল দেখার সময় মাঝে মাঝে আমি টিভি বন্ধ করে দেই! অনেক ক্রিকেটার আছে যাদের কোনও মানই নেই। চলমান পদ্ধতি নিয়ে আমার অনেক আপত্তি আছে। আইসিসির উচিত এই ব্যাপারে হস্তক্ষেপ করা। কিছু নিয়ম বেঁধে দেওয়া উচিত। একটা ক্রিকেটার একবার এক টুর্নামেন্টে খেলছে, আবার পরের মুহূর্তেই অন্য টুর্নামেন্টে খেলতে চলে যাচ্ছে! এটা পুরো সার্কাসের মতো! ক্রিকেটাররা তো সুযোগ খুঁজবেই। কিন্তু এসবের কারণে মানুষ আগ্রহ হারাবে, যেমনটা আমি হারিয়েছি।’

বিজ্ঞাপন

বিপিএলের প্লে-অফে ওঠা বেশিরভাগ দল সাফল্য পেয়েছে বিদেশি ক্রিকেটারদের কল্যাণে। বিপিএলে দেশি ক্রিকেটারদের বেশি প্রাধান্য দেওয়া উচিত বলেই মানছেন হাথুরু, ‘আমাদের এমন একটা টুর্নামেন্ট দরকার যেখানে আমাদের ক্রিকেটাররা টপ অর্ডারে ব্যাটিং করবে, বোলাররা ডেথ ওভারে বোলিং করবে। এসব না হলে আমরা শিখবো কোথা থেকে? আমাদের তো এই একটাই টুর্নামেন্ট।’

হাথুরু মনে করেন, বিপিএলের আগে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করা উচিত, ‘আমার মতে বিপিএলের আগে আরেকটি টুর্নামেন্ট হওয়া উচিত। ফ্র্যাঞ্চাইজি তো তাদের ইচ্ছামতো কাজ করে। অনেক ভালো খেলোয়াড়ই সুযোগ পায়না। তাহলে আপনি কীভাবে আশা করেন বাংলাদেশ অন্য দলের সাথে পাল্লা দিতে পারবে? এমন অসম লড়াই চালিয়ে যেতে পারব না আমরা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ক্রিকেট টপ নিউজ বিপিএল ২০২৪ হাথুরুসিংহে

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর