Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউক্যাসেলকে গুড়িয়ে আর্সেনালের ছয়ে ছয়

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৩২

প্রিমিয়ার লিগে আর্সেনালের জয়রথ ছুটছেই

২০২৩ সালের ৩১ ডিসেম্বর প্রিমিয়ার লিগের ম্যাচে ফুলহামের কাছে ২-১ গোলে হেরেছিল আর্সেনাল। এরপর পেরিয়ে গেছে প্রায় দুই মাস, লিগে আর হারের মুখ দেখতে হয়নি গানার্সদের। নতুন বছরে লিগে আর্সেনালের জয়রথ যেন ছুটছেই। ঘরের মাঠে নিউক্যাসেল ইউনাইটেডকেও গুড়িয়ে দিয়েছে আর্টেটার দল। সাকা-হ্যাভার্টজদের দুর্দান্ত পারফরম্যান্সে নিউক্যাসেলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে লিগে টানা ৬ ম্যাচ জিতল আর্সেনাল। এই জয়ে তৃতীয় স্থান দৃঢ় করে লিভারপুল-ম্যানচেস্টার সিটির ঘাড়েও নিঃশ্বাস ফেলছে তারা।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই নিউক্যাসেল রক্ষণভাগকে স্বস্তিতে থাকতে দেয়নি আর্সেনাল। ১১ মিনিটের মাথায় রাইসের শট ঠেকিয়ে দেন নিউক্যাসেল কিপার ক্যারিয়াস। তবে সাত মিনিট পর আর দলকে রক্ষা করতে পারেননি তিনি। ১৮ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। তবে নিজেদের কেউ গোল পাননি, নিউক্যাসেলের বটম্যানের আত্মঘাতী গোলেই লিড নেয় আর্সেনাল। নিউক্যাসেলের লিভরামেন্তো বল ক্লিয়ার করতে গেলে বটম্যানের পায়ে লেগে বল জালে জড়ায়।

বিজ্ঞাপন

২৪ মিনিটে আবারও গোলের দেখা পায় আর্সেনাল। মার্টিনালির দারুণ এক পাসে বল পেয়েছিলেন কাই হ্যাভার্টজ। পোস্টের সামনে বল পেয়ে দুর্দান্ত এক চিপে দলকে ২-০ গোলে এগিয়ে দেন তিনি। কিছুক্ষণের মাঝে আবারও গোল পেতে পারতো আর্সেনাল, ওডেগার্ডের ভুলে সেটা আর হয়নি। আর্সেনালের মুহুর্মুহু আক্রমণে নিউক্যাসেলকে রীতিমত অসহায় লাগছিল। হাফ টাইমের আগে আরও কিছু সুযোগ নষ্ট করে আর্সেনাল। ২-০ গোলের লিড নিয়েই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে মাঠে দাপট দেখিয়েছে আর্সেনাল। বিরতির পরস সাকার পাসে বল পেয়ে দারুণ এক সুযোগ নষ্ট করেন হ্যাভার্টজ। ৬৫ মিনিটে সাকার গোলে জয় অনেকটাই নিশ্চিত করে আর্সেনাল। হ্যাভার্টজের পাসে বল পেয়ে একাই কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের দারুণ এক শটে বল জালে জড়ান সাকা। চার মিনিট পর দারুণ এক গোলে আর্সেনালকে ৪-০ গোলে এগিয়ে দেন জ্যাকব কিউইর।

ম্যাচের ৮৪ মিনিটে সান্ত্বনাসূচক গোল পায় নিউক্যাসেল। বার্নের ক্রসে হেডে বল জালে জড়ান জো উইলক। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।

সারাবাংলা/এফএম

আর্সেনাল প্রিমিয়ার লিগ ফুটবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর