Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি-২০তে নিষিদ্ধ হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৩৫

আম্পায়ারের সমালোচনা করায় নিষিদ্ধ হয়েছেন হাসারাঙ্গা

আর কিছুদিন পরেই বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা। তবে সিরিজ শুরুর আগেই একটা ধাক্কা খেল লংকানরা। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলংকার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর এতেই বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

আফগানদের বিপক্ষে সিরিজের শেষ টি-২০তে আম্পায়ার লিন্ডল হানিবলের একটি নো বল না দেওয়াকে কেন্দ্র করে বেশ উত্তাপ ছড়ায়। মাঠেও এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান হাসারাঙ্গা। ম্যাচ শেষে সিরিজ সেরার পুরষ্কার নেওয়ার সময় হাসারাঙ্গা আম্পায়ারের সমালোচনা করে বলেন, এমন আম্পায়ারিং আন্তর্জাতিক মানের নয়। আম্পায়ারের উচিত অন্য কাজ খুঁজে নেওয়া।

বিজ্ঞাপন

আম্পায়ারের বিরুদ্ধে হাসারাঙ্গার এমন মন্তব্যে চটেছে আইসিসি। ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে, দেওয়া হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্টও। ২৪ মাসের মাঝে পাঁচটি ডিমেরিট পয়েন্ট হওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হাসারাঙ্গা। এর কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবেন না লংকান অধিনায়ক।

লম্বা এক সফরে ১ মার্চ বাংলাদেশে পা রাখবে শ্রীলংকা। ৪ মার্চ সিলেটে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের দুই ম্যাচ হবে ৬ ও ৯ মার্চ একই ভেন্যুতে।

সারাবাংলা/এফএম

ক্রিকেট শ্রীলংকা হাসারাঙ্গা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর