Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোল করে হার এড়ালেন এমপি ব্যারিস্টার সুমন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩০

জামালপুর: জামালপুর পৌরসভা ফুটবল একাদশের সঙ্গে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ ড্র হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে জামালপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

জমজমাট প্রীতি ফুটবল ম্যাচে আনন্দে মাতে দর্শক। সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা উপভোগ করতেই মানুষের ব্যাপক উৎসাহ দেখা গেছে।

খেলায় বিরতির আগে জামালপুর পৌরসভা ১ গোলে এগিয়ে থাকলেও বিরতির পর ব্যারিস্টার সুমন মাঠে নামেন এবং খেলার প্রায় শেষ সময়ে একটি গোল করে নিজের দলকে সমতায় আনেন। এসময় আনন্দে মাতেন দর্শকরা।

এরপর কোনো দল আর গোল করতে না পারায় খেলাটি ১-১ গোলে ড্র হয়।

জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন।

খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। নির্ধারিত ৯০ মিনিটে খেলা শেষ হয়।

সারাবাংলা/এমও

ফুটবল ম্যাচ ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি