Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস-মোটরসাইকেলের সংঘর্ষে ব্র্যাক কর্মীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৮

দিনাজপুর: বিরামপুরে বাড়ি থেকে অফিস যাওয়ার সময় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (৩৫) নামে ব্র্যাকের এক কর্মী নিহত হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চন্ডিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমানের বাড়ি রংপুরের নাগেশ্বরী এলাকায়। তিনি ব্র্যাকের নওগাঁয় একটি শাখায় কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানা পুলিশের এসআই আব্দুর রশিদ জানান, সন্ধ্যার দিকে নগরবাড়ি থেকে পলক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে দিনাজপুর যাচ্ছিল। একই সময় রংপুর থেকে ফুলবাড়ি হয়ে বিরামপুর দিকে একটি মোটরসাইকেল নিয়ে মিজানুর আসছিলেন। পথে চন্ডিপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলর চালক মিজানুর ঘটনাস্থলেই মারা যান।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘নিহত ব্যক্তি ব্র্যাকের নওগাঁ এলাকায় কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।’

সারাবাংলা/এমও

বাস-মোটরসাইকেল ব্র্যাক কর্মী