ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত
২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৪
নোয়াখালী: হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আহত ৯ জনের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ রাসেল (৪) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের আজিজুল হকের ছেলে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে, একইদিন সকাল সোয়া ৮টার দিকে ৮১নং ক্লাস্টারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে সন্ধ্যার দিকে আহত শিশুর মৃত্যু হয়। তাদের মধ্যে আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাদের ভর্তি করা হয়েছে তারা হলো, আমেনা খাতুন (২৪), রশমিদা (৩), রবি আলম (৫), সোহেল (৫), জোবাইদা (২২) ও মোবাশ্বেরা। এদের মধ্যে ৪ শিশুর অবস্থা আশংকাজনক।
আরও পড়ুন: ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে শিশুসহ দগ্ধ ৯
সারাবাংলা/এমও