Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৮ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০৬

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের হাটহাজারীতে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) হাটহাজারী পৌর সদরের নুর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. রাহাত (২২) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের শরাফত উল্লাহর ছেলে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাহাত মসজিদের পাশে একটি বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। তবে ঢুকতে পারেনি। তার আগেই লোকজন টের পেয়ে তাকে ধরে ফেলে। এরপর সবাই মিলে পিটুনি দিলে সে গুরুতর আহত হয়।’

আহত অবস্থায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সকাল ১১টার দিকে পুলিশ লাশ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে ওসি জানান।

নিহত রাহাত ছিঁচকে চুরিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল জানিয়ে ওসি বলেন, ‘মাসখানেক আগেও একটি চুরির মামলায় আমরা তাকে গ্রেফতার করেছিলাম। জামিনে বেরিয়ে সে আবারও চুরি করতে গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি।’

এ ঘটনায় নিহত রাহাতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজন আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন বলে ওসি জানান।

সারাবাংলা/আরডি/এনইউ

গণপিটুনি চট্টগ্রাম যুবক হত্যা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর