Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে হত্যা বন্ধের দাবিতে ‘লাশের মিছিল’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৭

পঞ্চগড়: ভারত ও মিয়ানমার সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ‘লাশের মিছিল’ করেছে বাংলাদেশ গণশক্তি পার্টি। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় শেরেবাংলা ট্রাফিকের মূল ফটকের সামনে থেকে প্রতিবাদ ও লাশের মিছিল করে দলটি।

এ সময় বাংলাদেশ গণশক্তি পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশ জানান, সীমান্ত হত্যার প্রতিবাদে বাংলাদেশের ২২টি জেলা এবং ৪২টি উপজেলায় এই লাশের মিছিল কার্যক্রম অব্যাহত রয়েছে। দুইটি প্রতিবেশি রাষ্ট্র ভারত ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশের সাধারণ নাগরিকদের পাখির মত হত্যা করা হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সম্প্রতি যশোরের বেনাপোলে বিজিবি সদস্যকেও ভারতের বিএসএফ হত্যা করলে তার প্রতিবাদও বাংলাদেশ সরকার জানায়নি। ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।’

আগামী ২৬ ফেব্রুয়ারি বেনাপোল সীমান্তে হত্যা বন্ধে এই কার্যক্রম সমাপ্ত করা হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

টপ নিউজ লাশের মিছিল সীমান্তে হত্যা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর