Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুবিতে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৫%

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৬

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে দ্বিতীয় দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায়  এক হাজার ৯২২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল প্রায় ৯৫ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে, পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ চলমান থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রের ফোকাল পয়েন্ট ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন ও ইউনিট প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খানসহ সংশ্লিষ্ট সকলকে উপাচার্য আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, আগামী ১লা মার্চ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এনইউ

উপস্থিতি খুবি উপকেন্দ্র টপ নিউজ ঢা‌বি ব্যবসায় শিক্ষা ইউনিট ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর