Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কয়লা ভর্তি জাহাজ ডুবল পশুর নদীতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০৬ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১২

মোংলা (বাগেরহাট): জেলার মোংলা বন্দরের পশুর নদীতে নৌ চ্যানেলে ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ‘এম ভি ইশরা মাহমুদ’ নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজের ১১ নাবিক সাঁতার কেটে নদীর পাড়ে উঠে আসেন। তবে কয়লা নিয়ে জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পশুর নদীর সিগনাল টাওয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বন্দরের ৬ নম্বর মুরিং বয়ায় অবস্থান করা মার্শাল আইল্যান্ড পতাকাবাহী মার্চেন্ট শিপ ‘এমভি পারাস’ থেকে কয়লা বোঝাই করেছিল ওই কার্গো জাহাজ। যশোরের নওয়পাড়ায় একটি বেসরকারি কোম্পানিতে নেওয়া হচ্ছিল এই কয়লা।

বিজ্ঞাপন

কার্গো জাহাজ এমভি ইশরা মাহমুদের মাস্টার কাজী কামরুল ইসলাম বলেন, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় কয়লা বোঝাই করে জাহাজটি যশোরের নওয়াপাড়ার উদ্দেশে যাচ্ছিল। ওই দিন পশুর নদীর বানিশান্তা বাজার বয়ায় জাহাজটি নোঙর করে রাখা হয়। এরপর জাহাজটিতে তলাফেটে পানি ঢুকতে শুরু করলে সেখান থেকে দ্রুত ছেড়ে এসে পশুর নদীর চরকানা এলাকায় আসা মাত্রই তা ডুবতে থাকে। এ সময় জাহাজে থাকা ১১ নাবিক দ্রুত সাঁতার কেটে পাড়ে উঠে প্রাণ বাঁচান।

এরপরই ডুবে যাওয়া এমভি ইশরা মাহমুদ কার্গো জাহাজ থেকে কয়লা অপসারণ করে পাশে অবস্থান করা একটি বার্জে রাখতে শুরু করে মালিকপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. মাকরুজ্জামান বলেন, কয়লা নিয়ে কার্গো জাহাজটি পশুর নদীর চরে ডুবে যাওয়ায় বন্দরের নৌ চ্যানেল নিরাপদ ও ঝুঁকিমুক্ত রয়েছে। দুর্ঘটনার পর পশুর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, কয়লা একটি বিষক্ত ময়লা। এই কয়লা জোয়ার ভাটায় নদীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি হবে। তাই দ্রুত এই কয়লা অপসারণ করাসহ কয়লাবাহী জাহাজের চালকদের আরও সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।

সারাবাংলা/এনএস

এম ভি ইশরা মাহমুদ টপ নিউজ পশুর নদী মোংলা বন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর