Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৪ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪১

বিশ্ব বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অন্তত আরও দুই মাসের মধ্যে কমাবে না এমন ইঙ্গিত মেলায় তেলের দাম কমেছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৫ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ কমে ৮২ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১ দশমকি ৩৫ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ কমে ৭৭ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

রয়টার্সের খবর অনুযায়ী, সপ্তাহের ভিত্তিতেও কমতে যাচ্ছে উভয় বেঞ্চমার্কের দাম। এর আগের দুই সপ্তাহ দাম বাড়ার দিকে ছিল। তবে চাহিদা ও সরবরাহ উদ্বেগের কারণে দাম আবারও বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

এর আগে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন, নীতি নির্ধারকরা সুদের হার কমানোর ক্ষেত্রে অন্তত আরও দুইমাস সময় নিতে পারেন। তাদের এই সিদ্ধান্তে প্রবৃদ্ধি ধীর হওয়ার পাশাপাশি তেলের চাহিদা কমতে পারে। তবে কিছু বিশ্লেষকরা মনে করছেন, উচ্চ সুদের প্রভাবের মধ্যে এখনও তেলের দাম বেশি আছে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ দাম কমল বিশ্ববাজারে তেলের দাম