গাজায় অবর্ণনীয় মানবিক দুর্ভোগ: ইউএনআরডব্লিউএ
২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১১:০০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩০
উত্তর গাজায় আর নিজেদের সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছে ফিলিস্তিনে শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ। এতে করে লাখ লাখ মানুষকে অনাহারে রয়েছেন। এজন্য বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলের আক্রমণ, খাদ্য সহায়তার প্রবেশাধিকারের উপর বিধিনিষেধ আরোপ, কর্মী সংকট এবং ‘সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়া‘ দায়ী করেছে সংস্থাটি। খবর আলজাজিরা।
এই পরিস্থিতিতে গাজায় ‘অবর্ণনীয়’ মানবিক দুর্ভোগের প্রতি অন্ধের মতো করে না দেখতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে ইউএনআরডব্লিউএ। সংস্থাটি জানায়, গাজারবাসী ‘চরম বিপদের’ মধ্যে রয়েছে, কারণ বিশ্ব শুধু দেখছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ‘‘কেউ দাবি করতে পারে না ‘আমি জানতাম না’। কারণ অবর্ণনীয় যন্ত্রণার চিত্র, ফুটেজ এবং কণ্ঠস্বর এখনো রয়েছে। আমরা আর এই মানবিক ট্র্যাজেডির দিকে চোখ ফেরাতে পারি না।”
এর আগে, ইউএনআরডব্লিউএ জানিয়েছিল, গত বছরের ৭ অক্টোবর চালানো হামাসের হামলায় তাদের কিছু কর্মী অংশ নেওয়ার অভিযোগে ইসরাইলের সরকার ও অনেক পশ্চিমা দেশ তাদের তহবিল স্থগিত করায় ‘চাপের মুখে ছিল’ সংস্থাটি।
এদিকে গাজার দেইর আল-বালাহে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আল-আকসা শহিদ হাসপাতালের কর্মীরা জানান, এখনও আহতদের নিয়ে আসা হচ্ছে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাজায় চলমান ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫১৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি। এছাড়া আহত হয়েছেন অন্তত ৬৯ হাজার ৬১৬ জন।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা আশ্চর্যজনকভাবে ইসরাইলে হামলা চালায়। এতে করে অন্তত ১ হাজার ১৩৯ ইসরাইলি নিহত হয়। এছাড়া ২৫৩ জনকে জিম্মি করে। এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় হামলা শুরু করে ইসরাইল। তবে এই হামলায় নিরীহ ফিলিস্তিনিরাই নিহত হচ্ছেন।
সারাবাংলা/এনএস