Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে পুকুরে মিলল রূপালি ইলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:০৪ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৪

নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে ফেলা জালে একটি ইলিশ মাছ ধরা পড়েছে। ইলিশটির ওজন এক কেজি। তবে লোনাপানির এই মাছ কীভাবে পুকুরে আসল এবং বড় হলো তা নিয়ে স্থানীয়দের মাঝে কৌতুহল দেখা দিয়েছে।

উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ভূমি মার্কেট এলাকার নাডার দোকান সংলগ্ন এনামুল হক ওরফে মিয়া মেম্বারের পুকুরে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মাছটি ধরা পড়ে।

পুকুরের মালিকের ছেলে বসুরহাট পূবালী ব্যাংক কর্মকর্তা আবু নাছের সজিব বলেন, গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আমাদের প্রজেক্টের মসজিদের পুকুরে মাছ ধরতে সেচ মেশিন বসানো হয়। পুকুরের পানি কমলে শুক্রবার সকালে জাল টেনে কোরাল, কার্ফু ও তেলাপিয়াসহ কিছু মাছ ধরা হয়। একই সময়ে একটি ইলিশও জালে ধরা পরে। ইলিশটির ওজন প্রায় ৬০০ গ্রাম হবে। তাৎক্ষণিক মাছটির ঘ্রাণ শুঁকে ও রঙ দেখে এটি ইলিশ বলে নিশ্চিত হয়েছি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, নদী থেকে কোরাল মাছের পোনা নিয়ে এসে পুকুরে ছাড়া হয়েছিল। এতে ইলিশ মাছ থাকবে তা কেউ বুঝতে পারেনি। খবরটি ছড়িয়ে পড়লে ইলিশ মাছটি দেখতে আশপাশের লোকজন পুকুরপাড়ে জড়ো হন। মাছটি সংরক্ষণ করে রাখা হয়েছে।

নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এ ইলিশ মাছের ছবি দেখেছি। এটি একেবারে আসল টাটকা ইলিশ। চরফিকরা ও চরএলাহী ইউনিয়ন হচ্ছে নদী বেষ্টিত এলাকা। হয়তো জোয়ারের পানিতে ইলিশ মাছটি এই পুকুরে ঢুকে পড়ে এবং বড় হয়।

সারাবাংলা/এনএস

ইলিশ মাছ কোম্পানীগঞ্জ উপজেলা টপ নিউজ নোয়াখালী পুকুরে ইলিশ মাছ