আশকোনায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ যুবক নিহত
২৩ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:২৭ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৪৪
ঢাকা: রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন জন মারা গেছেন। নিহতরা হলেন, রবিউল ইসলাম, জুনায়েদ ও ওমর ফারুক।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটে। এতে রবিউল ইসলাম নামে এক যুবক ঘটনাস্থলে মারা যায়। জুনায়েদকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে মারা যায় এবং ওমর ফারুককে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১০টার দিকে তাকেও মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমর ফারুক নামে এক যুবককে স্বজনরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
নিহত ওমর ফারুকের বাবা মো. রাজন জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গন্ধপপুর গ্রামে। ওমর ফারুক স্থানীয় একটি মাদরাসায় কিতাব বিভাগে পড়াশুনা করতো। রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়, পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, আনুমানিক রাত পৌনে ৮টার দিকে দক্ষিণখান আশকোনা এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে একজন ঘটনাস্থলে, একজন কুর্মিটোলা হাসপাতালে মারা যায়। এছাড়া একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
সারাবাংলা/এসএসআর/এমও