Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুসিকে ২ আ.লীগ নেতার বাস-হাতি, সাক্কু-কায়সার আগের মতো ঘড়ি-ঘোড়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ০১:৪৫

শুক্রবার কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ছবি: সংগৃহীত

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনে মেয়র পদে চার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনে দল থেকে একক প্রার্থী না দিলেও আওয়ামী লীগের দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা পেয়েছেন বাস ও হাতি প্রতীক। বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতা ২০২২ সালের জুনের নির্বাচনের মতোই টেবিল ঘড়ি ও ঘোড়া প্রতীক পেয়েছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কুমিল্লা নির্বাচন কমিশন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। শুরুতে মেয়র এবং পরে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন তিনি।

বিজ্ঞাপন

২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। আগের দুই নির্বাচনেই মেয়র পদে বিজয়ী বিএনপি নেতা মনিরুল হক সাক্কুকে পরাজিত করে সেই নির্বাচনে জয় পান আওয়ামী লীগের আরফানুল হক রিফাত। গত ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করলে ইসি কুসিক উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

এই নির্বাচনে মেয়র পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন সবাই। তাদের মধ্যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা নির্বাচনে লড়াইয়ের জন্য পেয়েছেন বাস প্রতীক, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্যা নূর উর রহমান মাহমুদ তামিম হাতি প্রতীক বেছে নিয়েছেন।

এই সিটির প্রথম দুই মেয়াদের মেয়র বিএনপি থেকে বহিষ্কৃত মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীক বরাদ্দ চেয়েছিলেন। বিএনপি থেকে বহিষ্কৃত আরেক নেতা নিজাম উদ্দিন কায়সার চেয়েছিলেন ঘোড়া প্রতীক। তাদের দুজনকেও যার যার পছন্দের প্রতীক দেওয়া হয়েছে। ২০২২ সালের জুনের নির্বাচনেও এই দুজন একই প্রতীকে নির্বাচন করেছিলেন।

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীদের জন্য ভোটের প্রচার উন্মুক্ত। তাদের আচরণবিধি পর্যবেক্ষণে আজ (শুক্রবার) থেকেই প্রতি তিন ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন। মাঠপর্যায়ে কাজ করবেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। সভা বা উঠান বৈঠক করতে অবশ্যই পুলিশকে জানাতে হবে। মাইক ব্যবহারে অনুমতি নিতে হবে। কোনোভাবেই এসএসসি পরীক্ষা ব্যাহত হয়— এমনভাবে কোনো প্রচার চালানো যাবে না।

প্রতীক বরাদ্দ সভায় রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, দুপুর ২টা থেকে প্রতি ওয়ার্ডে একটি মাইক ব্যবহার করা যাবে। কোথাও কোনো খাবার ও পানীয় বিতরণের সুযোগ নেই। সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারী ভোটের প্রচারে অংশ নিতে পারবেন না।

কুমিল্লা সিটির এই উপনির্বাচনে ভোট গবে আগামী ৯ মার্চ। সিটি করপোরেশনের দুই লাখ ৪২ হাজার ৬৯৮ জন ভোটার এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটকেন্দ্রের সংখ্যা ১০৫টি।

সারাবাংলা/টিআর

কুসিক উপনির্বাচন কুসিক নির্বাচন টপ নিউজ ডা. তাহসিন বাহার সূচনা নিজাম উদ্দিন কায়সার নূর উর রহমান মাহমুদ তামিম মনিরুল হক সাক্কু

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর