Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওপারে নৌকাডুবি, এপারে মিলল বিএসএফ সদস্যের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২৫

সাতক্ষীরা: সাতক্ষীরার সীমান্তের ইছামতির চর থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরার হাড়দ্দহা সীমান্তের ইছামতী নদীর বাংলাদেশ অংশে বিএসএফ সদস্যের মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা।

নিহত বিএসএফ সদস্যের নাম মোহাম্মদ রিয়াজ উদ্দীন (৩০)। তিনি ভারতের ৮৫ বিএসএফ ব্যাটেলিয়নের আওতাধীন ‘সোবাহাম বিএসএফ ক্যাম্পে’ কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

সাতক্ষীরার ১৭ নীলডুমুর বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন শাখরা বিওপির ইনচার্জ নায়েক সুবেদার আনিসুর রহমান জানান, ভারতীয় ৮৫ বিএসএফ ব্যাটেলিয়নের আওতাধীন সোবাহাম ক্যাম্পের ৪ জন বিএসএফ সদস্য বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ইঞ্জিনচালিত বোটে বাংলাদেশ-ভারতের সীমান্ত নদী ইছামতিতে টহলে বের হয়। এ সময় ঝড় ও বৃষ্টির কবলে পড়ে টহল বোটটি উল্টে যায়।

টহলে থাকা অন্য ৩ সদস্য সাঁতার কেটে কূলে উঠতে পারলেও বিএসএফ সদস্য মোহাম্মদ রিয়াজ উদ্দিন সাঁতার না জানায় পানিতে ডুবে মারা যান। পরবর্তীতে ইছামতির বাংলাদেশ সীমান্তের পারে মরদেহ ভাসতে থাকে। পরে বিজিবি ও বিএসএফের যৌথ উদ্যোগে মরদেহ উদ্ধার করে বিএসএফ সদস্যদের কাছে ফেরত দেওয়া হয়।

সাতক্ষীরা ১৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সানবির হাসান মজুমদার জানান, রাতে ঝড়ের কবলে পড়ে টহল বোটটি ডুবে যাওয়ার পর ওই বিএসএফ সদস্য নিখোঁজ হয়েছিলেন।

সারাবাংলা/এমও

ইছামতি নৌকাডুবি বিএসএফ সদস্য সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর