Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার ওপর আরও পাঁচ শতাধিক মার্কিন নিষেধাজ্ঞা আসছে

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৭ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১১

ইউক্রেনে রুশ আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকী ও অ্যালেক্সি নাভালনির মৃত্যুর প্রতিক্রিয়া হিসেবে রাশিয়ার উপর নতুন করে আরও পাঁচ শতাধিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে। বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি ওয়ালি অ্যাডেইমো রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

বরাবরের মতো এবারও অন্যান্য মিত্র দেশের সঙ্গে মিলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এবারের নিষেধাজ্ঞায় রাশিয়ার সামরিক শিল্পকে প্রধান লক্ষ্যবস্তু করতে যাচ্ছে ওয়াশিংটন। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এবার রাশিয়ার সামরিক শিল্পকে সহায়তা করে এমন তৃতীয় কোনো দেশের কোম্পানিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

অ্যাডেইমো বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ এবং বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর জন্য রাশিয়াকে জবাবদিহি করতে চায় ওয়াশিংটন। এ কারণে নতুন করে পাঁচ শতাধিক নিষেধাজ্ঞার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, রাশিয়াকে ধীর করার জন্য নিষেধাজ্ঞা ও রফতানি নিয়ন্ত্রণ করা হবে। এর ফলে রাশিয়ার পক্ষে ইউক্রেনে তাদের পছন্দ অনুযায়ী লড়াই করা কঠিন হয়ে উঠবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর রাশিয়ার উপর হাজারের বেশি অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার এ তালিকায় আরও অন্তত পাঁচশ নিষেধাজ্ঞা যুক্ত হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার কারাগারে মারা যাওয়া রুশ বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া এবং মেয়ে দাশার সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজ জানিয়েছে, অসাধারণ সাহস ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে একটি মুক্ত ও গণতান্ত্রিক রাশিয়া গড়ার জন্য প্রয়াত রুশ অ্যাক্টিভিস্ট নাভালনির প্রশংসা করেছেন বাইডেন।

বিজ্ঞাপন

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন নিশ্চিত করেছেন, তার প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে বড় আকারের নিষেধাজ্ঞা আরোপ করবে। ওই বৈঠকের পর জো বাইডেন সাংবাদিকদের বলেন, আমরা আগামীকাল পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করতে যাচ্ছি। তিনি অ্যালেক্সি নাভালনির মৃত্যুর জন্য দায়ী। আমরা হাল ছাড়ছি না।

সারাবাংলা/আইই

অ্যালেক্সি নাভালনি জো বাইডেন টপ নিউজ যুক্তরাষ্ট্র রাশিয়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর