‘বাংলার ভেনিস’ রহমতপুর
২৪ মে ২০১৮ ১৭:৪৩ | আপডেট: ২৪ মে ২০১৮ ২২:১২
নিষ্কাশন নালা বন্ধ হয়ে যাওয়ায় এক মাসেরও বেশি সময় পানিবন্দী হয়ে আছেন রাজধানীর যাত্রাবাড়ী এলাকার রহমতপুরের লক্ষাধিক বাসীন্দা। ইতালির ভেনিস শহরের মতো রূপ নিয়েছে রহমতপুর এলাকা। ওই এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের হওয়ার জন্য ব্যবহার করতে হচ্ছে রিকশা অথবা নৌকার মতো যানবাহন। ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট মো. হাবিবুর রহমান।
বাড়ি থেকে বের হতেই লাগে রিকশা। রিকশায় করেই সারতে হয় কেনাকাটা।
হাঁটুপানির নিচে ডুবে থাকা রহমতপুরে রিকশা এখন একমাত্র যানবাহন।
কর্কশীটের তৈরি এসব অস্থায়ী ভেলা ব্যবহার করেও যাতায়াতের কাজ সারেন অনেকে।
দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে ঘরবাড়ি ছেড়ে অন্য স্থানে আশ্রয় নিতে হয়েছে অনেক পরিবারকে।
সারাবাংলা/এমআই