‘জিনিস লুকিয়ে রেখে পচিয়ে ফেলে দেবে, গণধোলাই দেওয়া উচিত’
২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩০ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৫
ঢাকা: রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো অভাব হবে না আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিনিস লুকিয়ে রেখে পচিয়ে ফেলে দেবে আর জিনিসের দাম বাড়াবে? এদের গণধোলাই দেওয়া উচিত। কারণ সরকার কিছু করলে বলবে, সরকার করছে। তার থেকে পাবলিক যদি প্রতিকার করে তাহলে সবথেকে ভাল হয়। কেউ কিছু বলতে পারবে না।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গণভবনে জার্মানির মিউনিখ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রথমে সফর নিয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন এবং পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
প্রধানমন্ত্রী বলেন, রমজানে কিন্তু কোনো জিনিসের অভাব হবে না। ইতোমধ্যেই সব ব্যবস্থা করা আছে। এখন এটা নিয়ে অনেকে কথা বলবে? কিন্তু কোনো অসুবিধা হবে না। রমজান হচ্ছে কৃচ্ছ্বতা সাধনের জন্য। মানুষ যেন কম খায়। আর আমাদের সাইকোলজি হচ্ছে রমজান আসলে যেন খাওয়া-দাওয়ার চাহিদা একটু বেড়ে যায় এটাই হল বাস্তবতা।
তারপরও রমজানে যে বিষয়গুলো একটু বেশি ছোলা, খেজুর, চিনি, খাবার এগুলো নিয়ে বেশি চিন্তা। এগুলো পর্যাপ্ত পরিমাণে আনার ব্যবস্থা আছে। কাজেই এটা নিয়ে সমস্যা হবে না। সে ব্যবস্থা আমি করে রেখেছি অনেক আগেই। হ্যাঁ, ষড়ষন্ত্র ছিল ষড়যন্ত্র তো আছে।
তিনি বলেন, আপনারা জানেন আমি আসার পর থেকেই বারবার আমাকে বাধা দেওয়া ক্ষমতায় যেন না যেতে পারি। পঁচাত্তর সালে জাতির পিতাকে হত্যার ঘটনাই ধরেন, ওই রাসেলকেওতো ছাড়েনি? কেন? যেন ওই রক্তের আর কেউ বাংলোদেশে ক্ষমতায় আসতে না পারে। এটাই তো ছিল উদ্দেশ্য।
আমি আর ছোট বোন বিদেশে ছিলাম বলে বেঁচে গেছি। তারপর আমি ফিরে এসে দায়িত্ব নিয়েছি। আমার চেষ্টাই হচ্ছে, যে স্বপ্ন নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছেন সেটা পূরণ করা। সেই ক্ষেত্রে ষড়যন্ত্র প্রত্যেকবারেই হচ্ছে বারবারই হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভোটের অধিকার আমরাই আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছি। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে এনেছি। যার সুফল দেশবাসী পাচ্ছে। নির্বাচনটা যাতে না হয়, সে জন্য বিরাট চক্রান্ত ছিল— সেটি আপনারা জানেন। ২৮ অক্টোবরের ঘটনাটা একবার চিন্তা করুন। ২০১৩, ১৪, ১৫ সালের সেই অগ্নিসন্ত্রাস। তারপর আবার গত বছরের ২৮ অক্টোবর। এগুলো হঠাৎ করে করা, তা কিন্তু নয়। এগুলো পরিকল্পিত। যারা নির্বাচন বানচালের পক্ষে তারা যখন দেখলো, নির্বাচন কিছুতেই আটকাতে পারবে না, কারণ মানুষের স্বতঃস্ফূর্ততা আছে, তখন চক্রান্ত হলো যে জিনিসের দাম বাড়বে। তারপর সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। তখন আন্দোলন করে সরকারকে উৎখাত করবে। এটি তাদের পরিকল্পনার একটা অংশ। কাদের সেটি আপনারা ভালো বোঝেন। আমি আর কারও নাম বলতে চাই না, বলার দরকারও নেই আমার। কিন্তু এই চক্রান্তটা আছে।
প্রশ্নকারীর উদ্দেশে তিনি বলেন, আপনি নিজেই তো বললেন ডিম লুকিয়ে রেখে দাম বাড়ানো? আপনার কি এটা মনে হয় না? যারা এই যে সরকার উৎখাতে আন্দোলন করে এখানে তাদেরও কিছু কারসাজি আছে? এর আগে এরকম পেঁয়াজের খুব অভাব? দেখা গেল বস্তা বস্তা পঁচা পেয়াজ পানিতে ফেলে দিচ্ছে। এই লোকগুলিকে কী করা উচিত? সেটা আপনারাই বলেন? এদের গণধোলাই দেয়া উচিত। কারণ সরকার কিছু করলেতো বলবে সরকার করছে। তার থেকে পাবলিক যদি এটার প্রতিকার করে, তাহলে সবথেকে ভাল হয়। কেউ কিছু বলতে পারবে না।
বর্তমান সরকারের মেয়াদে পেঁয়াজ যথেষ্ট উৎপাদন হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমদানির কথাটা বলতে হয় একারণে আমদানি করা হচ্ছে বা এতো পেঁয়াজ আসছে। আপনারা যখন সংবাদ করেন তখন যারা লুকিয়ে রাখে তাড়াতাড়ি বের করে। বাজারে তার একটা প্রভাব আছে। সেজন্য দামগুলি সামঞ্জস্য হয়। এটা হল বাস্তবতা। খুব খোলামেলা কথা আমি বলছি। এখানে লুকানোর কিছু নেই।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটাই প্রথম সংবাদ সম্মেলন। এ সময় মিউনিখ নিরাপত্তা সম্মেলন-২০২৪’এ যোগদানসহ জার্মানি সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪’এ যোগ দিতে ১৫ ফেব্রুয়ারি জার্মানি যান এবং ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন। এ সম্মেলনে যোগদানের পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।
প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পাশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনআর/এনইউ