আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১১:০৮ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৬
ময়মনসিংহ: জেলায় মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিচিত্রা অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর টাউন হলের ভাষাসৈনিক এম শামছুল হক মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে জনউদ্যোগ নামে একটি সংগঠন।
জনউদ্যোগ আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল মোতালেব লাল ও সদস্য সচিব কাজী শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অন্যানের মাঝে বক্তব্য দেন জনউদ্যোগ উপদেষ্টা অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, অধ্যাপক ডা. মির্জা মানজুরুল হক, ফেরদৌস আরা মাহমুদা হেলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ কাসেম, আইইডি ব্যবস্থাপক নূর নাহার বেগম প্রমুখ।
আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বিচিত্রা অনুষ্ঠান হয়।
সারাবাংলা/এনএস