অর্থ আত্মসাতের মামলা, ট্রান্সকম গ্রুপের ৫ কর্মকর্তা গ্রেফতার
২২ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৫৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ০০:২০
ঢাকা: দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রুপটির প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের এক মেয়ে ও কোম্পানির পরিচালক শাযরেহ হকের দায়ের করা শত কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে ওই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। শাযরেহ হক এ দিনই বাদী হয়ে গুলশান থানায় মামলা করেছিলেন।
যে পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে তারা হলেন— প্রতিষ্ঠানটির গ্রুপ সিএফও (প্রধান আর্থিক কর্মকর্তা) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফিন্যান্স) আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) ফখরুজ্জামান ভূঁইয়া, ব্যবস্থাপক আবু ইউসুফ মো. সিদ্দিক এবং সহকারী কোম্পানি সচিব মোহাম্মদ মোসাদ্দেক।
পুলিশ জানায়, ট্রান্সকম গ্রুপের ১০০ কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগ এনে শাযরেহ হক এই মামলা করেন। একই মামলায় আসামি করা হয়েছে গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং শাযরেহ হকেরই বোন সিমিন রহমানকে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে পিবিআইয়ের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এই পাঁচজনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলা এখনো গুলশান থানায় আছে। মামলাটি পিবিআইতে আনার প্রস্তুতি চলছে।
ট্রান্সকম দেশের অন্যতম বড় শিল্পগ্রুপ। এসকেএফ ফার্মাসিউটিক্যালস, ট্রান্সকম বেভারেজেস, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন, ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস, ট্রান্সকম ফুডস, ট্রান্সকম ইলেকট্রনিকস, ট্রান্সক্রাফট, মিডিয়াস্টারের মতো নিজ নিজ খাতের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো রয়েছে এই শিল্পগ্রুপের অধীনে।
সারাবাংলা/ইউজে/টিআর
অর্থ আত্মসাতের মামলা ট্রান্সকম গ্রুপ পিবিআই প্রতারণার মামলা শাযরেহ হক সিমিন রহমান