সোনা বিক্রিতে ভ্যাট কমিয়ে ৩% করার প্রস্তাব বাজুসের
২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৫
ঢাকা: সোনা বিক্রিতে ৫ শতাংশের পরিবর্তে ৩ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রস্তাব করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একইসঙ্গে সারাদেশে ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব দিয়েছে সংগঠনটি। এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমের সভাপতিত্বে বাজুস ও অন্যান্য সংগঠনের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রস্তাবনায় বলা হয়, সোনা একটি মূল্যবান ও স্পর্শকতার ধাতু হওয়ায় এর ওপর মোট বিক্রিতে ৩ শতাংশ হারে ভ্যাট নির্ধারণের প্রস্তাব করছি। ইএফডি মেশিন যত দ্রুতসম্ভব নিবন্ধন করা সব জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠানে বিতরণ করতে হবে।
বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় বলেন, সারাদেশে চার হাজার জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি বসানো হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে পারবে। ব্যবসায়ের ক্ষেত্রে সমতা আসবে। স্বর্ণ নীতিমালা সংশোধনের মাধ্যমে পর্যটকদের সোনার বার আনা বন্ধ করা, ট্যাক্স ফ্রি সোনার অলংকার ১০০ গ্রামের পরিবর্তে ৫০ গ্রাম করার প্রস্তাব করছি।
পাশের দেশের সঙ্গে ব্যাগেজ রুল সমন্বয় ও একজন যাত্রীকে একবার ব্যাগেজ রুলের সুবিধা দেওয়ারও প্রস্তাব দেন বাদল চন্দ্র রায়। এ ছাড়া সংগঠনটির পক্ষে স্বর্ণ পরিশোধনগার শিল্পে ১০ বছরের কর অবকাশ সুবিধা চাওয়া হয়েছে।
এনবিআরে প্রাক-বাজেট আলোচনায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি রিপনুল হাসান, সহসভাপতি মাসুদুর রহমান ও সদস্য আনোয়ার হোসেন।
সারাবাংলা/ইএইচটি/টিআর