সোয়া কোটি টাকা ঋণ পেলেন ১৫৭ কৃষক
হিলি করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২২ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৯
২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২২ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৯
দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলার ১৫৭ জন ভুট্টা চাষির মাঝে সোয়া কোটি টাকার ঋণ বিতরণ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ভুট্টা চাষী ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা এবং স্বল্প মুনাফায় গ্রামীণ আয় উৎসারী কর্মকাণ্ডে ও ৪ শতাংশ মুনাফায় ভুট্টা চাষে বিনিয়োগ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খানসামা উপজেলার ১৫২ জন কৃষকের মাঝে ১ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান।
সারাবাংলা/একে