গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২০
গাজীপুর: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকার গুদামে এ আগুন লাগে। সময়ের সঙ্গে বাড়ছে আগুনের তীব্রতা।
স্থানীয় লোকজন জানান, বিকেল সাড়ে চারটায় ভবনের দ্বিতীয় বা তৃতীয় তলায় ধোয়া দেখতে পান তারা। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনের তীব্রতা বাড়ার ফলে ফায়ার সার্ভিসে খবর পাঠায় স্থানীয়রা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বৃহস্পতিবার বিকেলে কোনাবাড়ী একটি ঝুটের গুদামে আগুনের সংবাদ পাই। এসময় কোনাবাড়ী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ চালাতে থাকে। পরে আগুনের তীব্রতা বাড়লে সাড়াবো ফায়ার স্টেশনের দুইটি ইউনিট, গাজীপুর মর্ডান ফায়ার স্টেশনের দুইটি ইউনিটসহ সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি বলেন, আগুনের তীব্রতা বাড়ছে যার কারণে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
সারাবাংলা/এনইউ