পোস্তগোলা সেতু সংস্কার শুরু, রাজধানীর প্রবেশপথে তীব্র যানজট
২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৬ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৬
ঢাকা: বুড়িগঙ্গা নদীর ওপর অবস্থিত রাজধানীর সব থেকে পুরাতন প্রবেশদ্বার পোস্তগোলা সেতুর (বুড়িগঙ্গা-১) সংস্কার কাজ আজ থেকে শুরু হয়েছে। যা চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত।
সংস্কার কাজ চলায় ঢাকাসহ ২১ জেলার যানবাহনের যাতায়াতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যদিও ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। যানজট সেতুর মাঝ পথ থেকে শুরু হয়ে জুরাইন রেলগেট পর্যন্ত ঠেকেছে।
উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় পোস্তগোলা সেতু। ওই আঘাতে ব্রিজের দুইটি গাডারের সংস্কার করার প্রয়োজন হয়ে পড়ে। টানা ১৬ দিন ধরে সংস্কার কাজ সুষ্ঠুভাবে করার লক্ষ্যে সড়ক ও জনপথ অধিদফতর মেরামত চলাকালীন ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।
তবে বাস ও হালকা যানবাহনের জন্য বন্ধ থাকবে পাঁচ দিন। এই সময়ে বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে। তবে আগামী ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ এই সেতু দিয়ে যান চলাচল একেবারেই বন্ধ থাকবে।
এর বাইরে বাকি দিনগুলো সড়ক ও জনপথ বিভাগের নির্দেশনা মেনে সেতু দিয়ে হালকা যানবাহন চলাচল করতে পারবে বলে সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে পোস্তগোলা ব্রিজের প্রকল্প প্রকৌশলী মোহাম্মদ রফিক সারাবাংলাকে জানান, সংস্কার কাজের সুবিধার্থে রাত ১২টার পর থেকে ডাইভারশন করা হয়েছে। বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদফতর এই সড়কে চলাচলকারী যানবাহনের জন্য বিকল্প সড়ক ব্যবহার ও বেশ কিছু নির্দেশনা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সংস্কার কাজের জন্য পোস্তগোলা সেতুর প্রায় অর্ধেক রাস্তা আটকে কাজ চলছে। ফলে সরু রাস্তা দিয়ে সিঙ্গেল লাইন করে গাড়ি সেতু পার হচ্ছে। সেতুতে গাড়ি চলাচলের গতিও কমিয়ে দেওয়া হয়েছে। যে কারণে সেতুর ওপর থেকে শুরু হওয়া যানজট মূল সড়ক পর্যন্ত ঠেঁকেছে।
এদিকে গাড়ির চাপ বেড়েছে বাবুবাজার ব্রিজে। এই রুটের সড়কে সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের কাজ চলায় রাস্তা সরু হয়ে গেছে। ফলে সরু রাস্তা দিয়ে চলাচল করছে যানবাহন।
সারাবাংলা/জেআর/এনইউ