Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৈশ্য প্রহরীকে বেঁধে রাইস মিলে ডাকাতি, ৬ ডাকাত গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২৫

দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নৈশ্যপ্রহরীকে বেঁধে অটো রাইস মিলে ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেফতার ছয়জনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা পুলিশ। ব্রিফিংয়ে বক্তব্য দেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। এসময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার করিমুল্লাপুর গ্রামের আব্দুর রহিম ওরফে পোড়া রহিম, উপশহর ৬নং ব্লকের শামি ওরফে পবন, কসবা এলাকার আব্দুস সোহাগ, শেখপুরা নিমনগর এলাকার বকুল হোসেন, চিরিরবন্দর উপজেলার ভাবকি গ্রামের ফরিদুল ইসলাম ও হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের আলিম হোসেন।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৫ ফেব্রুয়ারি রাত পৌনে ৩টায় হাকিমপুর উপজেলার বাসুদেবপুর এলাকার গনেশ প্রসাদ সাহার ইউনাইটেড রাইস মিলে নৈশ্য প্রহরীকে বেঁধে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় ১৭ ফেব্রুয়ারি মিলের স্বত্বাধিকারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়ের হওয়ার পর থেকে হাকিমপুর, দিনাজপর কোতয়ালী ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। অভিযানকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে ছয় ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধারালো অস্ত্র জব্দ করা হয়।

পুলিশ সুপার বলেন, বিভিন্ন থানায় গ্রেফতারকৃত আব্দুর রহিমের নামে পাঁচটি, শামিমের বিরুদ্ধে ১৪টি, আব্দুস সোহাগের বিরুদ্ধে ১০টি, আলিম হোসেন ও ফরিদুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

গ্রেফতার টপ নিউজ ডাকাতি দিনাজপুর নৈশ্যপ্রহরী রাইস মিল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর