পুলিশের পোশাক পরে ডাকাতির চেষ্টা, আটক ১
২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩২
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পুলিশের পোশাক পরে ডাকাতির করার সময় জহিরুল ইসলাম ওরফে কানা জহির নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার পাচঁগাওঁ ইউনিয়নের সিদ্ধেশ্বরী জোড়া ব্রিজ এলাকায় পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে ডাকাতিকালে তাকে আটক করা হয়।
আটক জহিরুল ইসলাম ওরফে কানা জহির মুন্সীগঞ্জ সদর উপজেলার কালিরচর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে সোয়া ১০টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার টঙ্গিবাড়ী-হাসাইল সংযোগ সড়কের সিদ্ধেশ্বরী জোড়া ব্রীজ এলাকায় পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে অটো সিএনজি থামিয়ে যাত্রীদের দেহ তল্লাসি করেছিলেন ছদ্মবেশী ৭ ডাকাত। এ সময় প্রকৃত পুলিশ সদস্যদের টহল গাড়ি ঘটনাস্থলে থামলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় কানা জহিরকে আটক করে পুলিশ। এ সময় ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে যায়।
টঙ্গিবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক আল মামুন বলেন, ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাস্তায় যাতায়াতকারীদের সহয়তায় এক ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। তিনি ডাকাত দলের সক্রিয় সদস্য।
সারাবাংলা/ইআ