Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে ট্রাক খাদে পড়ে আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০০

রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা শহরের রাজবাড়ি এলাকায় পার্কিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক খাদে পড়ে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন- মনির হোসেন (৩৮) কবীর হোসেন (২৩) ও শ্রমিক মো. নুরুজ্জামান (২৫)। এরমধ্যে শ্রমিক নুরুজ্জামানকে চট্টগ্রামে নেওয়া হবে।

রাঙ্গামাটির ট্রাফিক পুলিশ সার্জেন্ট মো. আবুল হাসনাত জানান, মালবাহী ট্রাকটি পার্কিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের খাদে পড়ে তিনজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।

আহত তিনজনের মধ্যে দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত একজন চট্টগ্রামে পাঠানোর হবে বলে জানিয়েছে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালে অবস্থানরত রাঙ্গামাটির কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ক্য লাহ্ চিং মারমা।

সারাবাংলা/এনইউ

আহত খাদে টপ নিউজ ট্রাক রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর