Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিপাইনে ট্রাক খাদে পড়ে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪ ১১:০১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২৬

ফিলিপাইনে গবাদি পশু ব্যবসায়ীদের বহনকারী একটি ট্রাক খাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল দেশটির নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশের জাতীয় মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে প্রাদেশিক পুলিশের বরাতে বলা হয়েছে, গত দুই দিন ধরে ওই অঞ্চলে বৃষ্টি হচ্ছিল। যে কারণে রাস্তা পিচ্ছিল ছিল। তাই ট্রাক চালানোর একপর্যায়ে ব্রেক ফেল হওয়ার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

দেশটির গণপরিবহণে নিয়ম না মেনে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ওঠানো হয়। এছাড়া রাস্তাসহ গণপরিবহণে শৃঙ্খলা রক্ষায় শিথিলতা দেখা যায় দেশটিতে। সেজন্য দেশটির সড়কে বড় ধরনের দুর্ঘটনাও নিয়মিত।

এর আগে, গত বছরের ডিসেম্বরে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় অ্যান্টিক প্রদেশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১৭ জন নিহত হয়েছিলেন।

সারাবাংলা/ইআ

নিহত ১৫ ফিলিপাইন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর