দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
২১ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৫৪
ঢাকা: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে কমতে পারে তাপমাত্রা।
বুধবার (২১ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
এদিন ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, শুক্রবারও (২৩ ফেব্রুয়ারি) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টমাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিনও ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা বলছে, এই সময়ের প্রথমদিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। তবে বড় ধরনের ঝড়ের কোনো পূর্বাভাস বা সতর্কতা দেখাতে বলা হয়নি।
সারাবাংলা/জেআর/পিটিএম