১০ কিমি ধাওয়া করে জব্দ গাড়িতে মিলল ১ লাখ ইয়াবা
২১ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১৩ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১৪
কক্সবাজার: ১০ কিলোমিটার ধাওয়া করে জব্দ একটি গাড়ি থেকে এক লাখ ১০ হাজার ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল।
আটক নুরুল ইসলাম ওরফে নুরু (৩৫) টেকনাফ উপজেলার শিলবুনিয়া পাড়ার মোহাম্মদ ইউনুছের ছেলে।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ রাসেল বলেন, ‘বুধবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সীমান্ত এলাকা থেকে জনৈক ব্যক্তি মাদকের বড় একটি চালান পাচার করছে— এমন খবরে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।’
তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ওই ব্যক্তি ইজিবাইক চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা গাড়িটিকে ধাওয়া দিয়ে অন্তত ১০ থেকে ১২ কিলোমিটার দূরে শাহপরীরদ্বীপ-টেকনাফ সড়কের সংযোগস্থলে আটকাতে সক্ষম হয়। এ সময় সন্দেহজনক ওই ব্যক্তি পালনের চেষ্টা করলে তাকে আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘পরে আটক ব্যক্তি জেরার মুখে জানায়, তার কাছে ইয়াবা আছে। তখন তার কথা মতো ইজিবাইকের চালকের আসনের সামনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।’
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘আটক ব্যক্তি সংঘবদ্ধ মাদকপাচারকারি চক্রের সদস্য। চক্রের অন্যান্য সদস্যদের ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।’
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান মোহাম্মদ রাসেল।
সারাবাংলা/পিটিএম