Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩১

গাজীপুর: টঙ্গী থেকে প্রতিপক্ষের হামলায় নিহত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে টঙ্গীর নিমতলী রেলগেট এলাকায় ওই যুবক হামলার শিকার হন।

নিহত ওই যুবকের নাম সুজন (৩০)। তিনি সুনামগঞ্জ জেলার শ্রীপুর থানার কিরণপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী নোমান প্রপার্টিজ লিমিটেড কোম্পানির নিরাপত্তাকর্মী মোবারক হোসেন বলেন, ‘দুপুরে নিমতলী রেলগেট এলাকায় কয়েকজন যুবক রেললাইনের উপর বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে তারা নিজেদের মধ্যে বিবাদে জড়ান। এ সময় কয়েকজন সুজনকে এলোপাথাড়ি মারধর করে পালিয়ে যান। এতে সুজন গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তার মৃত্যুর খবর শুনছি।’

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ (উপ-পরিদর্শক) ছোটন শর্মা বলেন, ‘হাসপাতাল থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে এসেছি। বিষয়টি থানা পুলিশকেও অবহিত করেছি। তবে বিবাদের কারণ ও ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি।’

টঙ্গী পূর্ব থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি যেহেতু রেললাইনে ঘটেছে তাই রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।’

সারাবাংলা/পিটিএম

নিহত প্রতিপক্ষ যুবক লাশ উদ্ধার হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর