২ বাসে চাপা পড়ে প্রাণ গেল কাউন্টার ম্যানেজারের
২১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৬ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১৫
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে বাস কাউন্টারে দুই বাসের মাঝখানে চাপা পড়ে এক কাউন্টার ম্যানেজারের মৃত্যু হয়েছে। নিহত রাকিবুল হাসান নাসির (৫০) বনফুল বাস কাউন্টারে ম্যানেজার ছিলেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন সহকর্মী মো. সুমন খান। তিনি জানান, তারা যাত্রাবাড়ীর বনফুল বাস কাউন্টারে চাকরি করেন। নাসির বাস কাউন্টারের ম্যানেজার ছিলেন। বিকেলে একটি বাসে যাত্রী ওঠানোর পর বাসটিকে কাউন্টার থেকে বের করে দিচ্ছিলেন নাসির। এ সময় সেতু ডিলাক্স পরিবহনের আরেকটি বাস কাউন্টারে ঢুকছিল। তখন দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন নাসির। সঙ্গে সঙ্গে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত নাসিরের ছোট বোনের স্বামী ইস্রাফিল আলম জানান, তাদের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার দহরপাড় গ্রামে। বাবা মৃত নাজেম আলি হাওলাদার। তারা একসঙ্গে সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকায় থাকেন। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে নাসিরকে মৃত অবস্থায় দেখতে পান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া দুর্ঘটনায় নাসিরের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য নাসিরের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/টিআর