Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ৯ দিনব্যাপী একুশে বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৭ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৮

বুধবার বিকেলে নরসিংদীতে উদ্বোধন করা হয়েছে ৯ দিনের বইমেলা। ছবি: সারাবাংলা

নরসিংদী: ৯ দিব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে নরসিংদীতে। নরসিংদী সরকারি কলেজের শিক্ষা চত্বরের পাশে বঙ্গবন্ধু পৌর পার্কে এই মেলা চলবে ফেব্রুয়ারি মাসের শেষ দিন তথা ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে মেলা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম (বীরপ্রতীক)।

নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভিপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাক আহমেদ, নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।

জেলা প্রশাসন আয়োজিত ৯ দিনব্যাপী মেলায় শতাধিক স্টল অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। এ ছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে প্রতিদিন থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সারাবাংলা/টিআর

নরসিংদী নরসিংদীতে বইমেলা বইমেলা

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর